সোমবার (২৬ জুলাই) থেকে ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা কাম্পে পাহাড় ধসে পাঁচ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে এই পাহাড় ধসের ঘটনায় আরও ২জন আহত হয়েছেন। এদিকে, পানিতে ডুবে একই দিনে আরও এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
পাহাড় ধসে নিহতরা হলেন-উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের জি/৩৭ ব্লকের শাহ আলমের স্ত্রী দিলবাহার (৪২) ও ৯ বছরের সন্তান শফিউল আলম। একই ক্যাম্পের জি/৩৮ ব্লকের ইউসুফের স্ত্রী দিলবাহার (২৫) ও তার দুই সন্তান আড়াই বছরের শিশু আব্দুর রহমান ও এক বছর বয়সী আয়েশা সিদ্দিকা। এ সময় শাহ আলমের দুই সন্তান নুর ফাতেমা (১৪) ও জানে আলম (৮) আহত হয়। তবে পানিতে ডুবে যাওয়া রোহিঙ্গার পরিচয় জানা যায়নি।
কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ্দৌজা পাহাড় ধস ও পানিতে ডুবে ৬ জনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল থেকে (২৬ জুলাই) ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের উখিয়ার বালুখালীর ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে মঙ্গলবার দুপুরের দিকে পাহাড় ধসে দুই পরিবারের তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। একই দিন সকালে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ভেসে গিয়ে আরও এক রোহিঙ্গার মৃত্যু হয়।