লালবাগের আগুন কেড়ে নিল ৬ জনের প্রাণ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৫, ২০২২, ০৫:১২ পিএম

লালবাগের আগুন কেড়ে নিল ৬ জনের প্রাণ

ঢাকার লালবাগে পলিথিন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ছয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনটির নিচে থাকা খাবার হোটেলের ভেতর তল্লাশি চালিয়ে ছয়জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) শরীফুল ইসলাম বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়ে বলেন, এখনও তল্লাশি চলছে। পুরো তল্লাশি শেষ হলে বিস্তারিত বলা যাবে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহজাহান সিকদার বলেন, প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও তিনজনের মরদেহ পাওয়া যায়।

এর আগে দুপুর ১২টার দিকে লালবাগের ৩০নং দ্বেবিদার ঘাট, কামালবাগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করেছে। আগুন লাগার সোয়া দুই ঘণ্টা পর বেলা সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ছয়টি ইউনিট যোগ দেয়। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়। আগুন লাগার প্রাথমিক কারণ জানা যায়নি।

Link copied!