জানুয়ারি ১৩, ২০২৩, ১১:২৩ পিএম
পৌষ প্রায় শেষ। এই শেষবেলায় পৌষের শীত আরেকবার জেঁকে বসবে। শনিবার দেশের বিভিন্ন স্থানে হালকা অথবা গুঁড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। ফলে শীত আরও বাড়বে। শৈত্যপ্রবাহের সঙ্গে এবার যোগ হতে যাচ্ছে বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কাল শনিবার খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে রাজধানী ও দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও আকাশ সামান্য মেঘলা হতে পারে।
শুক্রবার দিনাজপুরে ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ২০ জেলার ওপর দিয়ে বয়ে গেছে শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময় তাপমাত্রা সামান্য বেড়ে কোথাও কোথাও শৈত্যপ্রবাহ কমতে পারে। সোমবার থেকে রাতের তাপমাত্রা কমতে পারে। এ সময় অনেক এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে আবারও।
এদিকে আজ শুক্রবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে। তবে দিনে রোদ থাকায় শীতের তীব্রতা ছিল কম।