শীঘ্রই বাংলাদেশে ফিরবেন দেড় শতাধিক আফগান শিক্ষার্থী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২১, ০৮:১৭ পিএম

শীঘ্রই বাংলাদেশে ফিরবেন দেড় শতাধিক আফগান শিক্ষার্থী

অবশেষে বাংলাদেশে ফিরছেন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ আফগান শিক্ষার্থী। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, ১৬০ আফগান শিক্ষার্থীসহ ১৪ জন বাংলাদেশি কাতারে মার্কিন সামরিক ঘাঁটি থেকে একটি ভাড়া করা উড়োজাহাজে করে শিগগিরই দেশের পথে রওনা হবেন।

করোনা পরিস্থিতি এবং তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের কারণে নিজ দেশে গিয়ে আটকে পড়ার পর ক্যাম্পাসে ফেরার অনিশ্চয়তা কেটে গেছে। দু’দিন কাবুল বিমানবন্দরের পাশের একটি এলাকায় আটকে থাকার পর সেখান থেকে বিশেষ বিমানে করে কাতারে পৌঁছায়।

বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি কামাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আফগানিস্তানের আটকে থাকা আমাদের বর্তমান শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা যারা এখানে আসতে চাচ্ছেন তারা এখন কাবুল বিমানবন্দর থেকে কাতারে পৌঁছেছেন। সেখান থেকে যে কোনো একটি ফ্লাইটে তারা বাংলাদেশে আসবেন।

 

 

 

Link copied!