সিটি কর্পোরেশনের উপেক্ষায় প্রাণ গেল শিশু জিসানের

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১০, ২০২১, ০৭:৪৫ পিএম

সিটি কর্পোরেশনের উপেক্ষায় প্রাণ গেল শিশু জিসানের

রাজধানীতে দেয়ালের সাথেই ড্রেন নির্মাণের কাজ শুরু করেছিল দক্ষিণ সিটি কর্পোরেশন। দুর্ঘটনার আশঙ্কা করেই চিঠি প্রদান করেছিল গণপূর্ত বিভাগ। কিন্তু তা উপেক্ষা করার ফলশ্রুতিতে রাজধানীর আজিমপুর কলোনীর দেয়াল ধসে জিসান নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

হঠাৎ ভেঙ্গে পড়ে দেয়াল

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৮টায় বাবার হাত ধরে স্কুলের দিকে যাচ্ছিল ছোট্ট জিসান। আজিমপুরের ওয়েস্ট এন্ড হাই স্কুলের সামনে আসার আগেই ২৭নং কলোনীর বাউন্ডারি দেয়াল ধসে পড়ে জিসানের উপর। বাবা নাজির হোসেন সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও বিপর্যয় ঠেকাতে পারেনি। মুহূর্তেই চাপা পড়ে শিশু জিসানের দেহ। তাৎক্ষণিকভাবে ইট সরিয়ে অচেতন সন্তানকে বের করে নাজির হোসেন ছোটেন ঢাকা মেডিকেলে। কিন্তু চিকিৎসক জানান, সব শেষ, আর নেই জিসান।

৬ মাস আগে চিঠি দেয়া হয়েছে

কলোনীর পুরাতন দেয়াল ঘেঁষে ড্রেন নির্মাণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এতেই দেয়ালটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে পড়েছে বলে দাবি গণপূর্ত বিভাগের। তাদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ বিবেচনায় দেয়াল ঘেঁষে ড্রেন নির্মাণ না করতে চিঠি দেয়া হলেও আমলে নেয়নি ডিএসসিসি।

পিলখানা গণপূর্ত উপ-বিভাগ বলছে, দুর্ঘটনার আশঙ্কা থেকেই বাউন্ডারি দেয়ালের এত কাছে, ঝুঁকিপূর্ণভাবে ড্রেন নির্মাণের কাজ না করতে সিটি করপোরেশনকে চিঠি দিয়েছিল তারা। মে মাসের শেষ দিকে দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়ে দেয়ালের কাঠামো সুরক্ষার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সিটি করপোরেশন পূর্ত উপ-বিভাগের কথা শোনেনি।

গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কায়সার কবীর বলেন, আমরা লিখিতভাবে তাদের অবহিত করি যে, এভাবে দেয়াল নির্মাণে জানমালের ঝুঁকি রয়েছে। তথাপি, সেখানে নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়নি। এবং ড্রেন করতে গেলে বাউন্ডারি ওয়াল থেকে একটি নির্দিষ্ট দূরত্বে করতে হয়। সেটিও মানা হয়নি।

মন্তব্য করছে না সিটি কর্পোরেশন

এই ঘটনার পরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগে যোগাযোগ করা হলে তারা কোন ধরনের মন্তব্য করতে রাজী হয়নি। তবে এই বিষয়ে কোন কর্তৃপক্ষের গাফলতি আছে কিনা সেদিক খতিয়ে দেখা হবে বলে জানায় সংশ্লিষ্টরা।

Link copied!