রবিবার (২৬ মার্চ) সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
সার্চ ইঞ্জিন গুগল এ দিনটি উপলক্ষে লাল-সবুজ পতাকার বিশেষ ডুডল তৈরি করেছে। গুগলের হোমপেজে দারুণ এই ডুডলের মাঝে পতপত করে উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।
সেই ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস নিয়ে জানার সুযোগ করে দিচ্ছে গুগল। লাল-সবুজ আতশবাজির মাধ্যমে স্বাগতম জানাচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জানার জন্য।
বিশেষ কোনো দিন বা বিখ্যাত কারও জন্মদিন-মৃত্যুদিন কিংবা কোনো বিশ্বজয়ী আবিষ্কারের দিন গুগল ডুডলের মাধ্যমে সবার সামনে তুলে ধরে।
এর মাধ্যমে অনেক অজানাই জানার সুযোগ হয়ে যায়। গুগলের স্বাধীনতা দিবসের ডুডল বিশ্ববাসীকে বাংলার স্বাধীনতা নিয়ে জানার সুযোগ করে দিয়েছে। যেই ব্রাউজারই ব্যবহার করছেন না কেন, গুগল ডট কম লিখে খুঁজলেই পেয়ে যাবেন বাংলাদেশের উড়তে থাকা লাল সবুজের পতাকা।
আর জেনে নিন ১৯৭১ সালে বাংলাদেশের ত্যাগের গল্প। রক্তক্ষয়ী স্বাধীনতার গল্প। সাহসের ইতিহাস। প্রতিরোধের সংগ্রামের কথা। সশস্ত্র পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রাম-বাংলার কৃষকরাও কীভাবে লড়ে গেছে নয়টি মাস ধরে। এমন বীরত্বগাঁথা বিশ্ববাসীর কাছে গুগলের এই ডুডলটি পৌঁছে দিচ্ছে।