টিকা নেওয়ার বয়স নামল ২৫- এ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৯, ২০২১, ০৩:৩৯ পিএম

টিকা নেওয়ার বয়স নামল ২৫- এ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা  নেওয়ার জন্য বয়সের সময়সীমা আবারও কমিয়ে আনা হয়েছে।এখন থেকে বয়স ২৫ হলেই কেরোনা টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করা যাবে।   

বৃহস্পতিবার (২৯ জুলাই) সুরক্ষা অ্যাপে ঢুকে টিকা নিবন্ধনের বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব দেখা যায়।

গত ১৯ জুলাই টিকা নেওয়ার বয়স ত্রিশোর্ধ্ব নির্ধারণের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।দেশে টিকা নিবন্ধনের শুরুর দিকে ৫৫ বছর বয়সিদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। পরে নিবন্ধন কম হওয়ায় আরও বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় আনতে বয়স কমানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদপ্তর।

ওই সময় ৫৫ থেকে বয়স কমিয়ে ৪৪ বছর করা হয়। এর পর ২য় দফায় কমিয়ে ৪০ বছর করা হয়। তৃতীয় দফায় টিকা গ্রহীতাদের বয়স কমিয়ে ৩৫ বছর করা হয়। চতুর্থ দফায় তা আরও কমিয়ে ৩০ বছর করা হয়েছে।

Link copied!