৮৩ কিমি গতিতে কালবৈশাখী, বৃষ্টিতে ভিজল রাজধানী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২২, ০৭:২৭ পিএম

৮৩ কিমি গতিতে কালবৈশাখী, বৃষ্টিতে ভিজল রাজধানী

সকালে ছিল প্রখর রোদ। দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো করে এলো। অন্ধকারে ঢেকে গেল প্রকৃতি। বিকেল ৩ টার দিকে রাজধানীজুড়ে শুরু হলো বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়া। রাজধানীর কোথাও কোথাও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হওয়ার খবরও পাওয়া গেছে।

আবহাওয়া অফিস জানায়, বিকাল ৩টার পর রাজধানীর আগারগাঁও এলাকায় ঝড়ের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৮৩ কিলোমিটার।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

গত বুধবার ভোরে মৌসুমের প্রথম কালবৈশাখী সামান্য স্বস্ত্বি দিয়েছিল রাজধানীবাসীকে। সেদিন বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত উঠেছিল। তারপর আবার সেই গরম। সেই গরমে আবারও প্রশান্তি দিল বৃষ্টি।

Link copied!