জানুয়ারি ২, ২০২২, ০৮:০৫ পিএম
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ‘স্যার’ না ডাকায় ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে দৈনিক সংবাদের কাঠালিয়া প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন আকাশের সঙ্গে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদারকে করোনার ভ্যাকসিন সংক্রান্ত একটি নিউজের তথ্য নেয়ার জন্য সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ মুঠো ফোনে কল দিয়ে ‘দাদা’ বলে ডাকায়, ওই ডাক্তার মোবাইলের অপার প্রান্ত থেকে ক্ষেপে যান এবং বলেন, “তুই আমাকে স্যার না বলে দাদা ডাকলি কেন? আমি তোর কিসের দাদা? তুই আমাকে সব সময় স্যার ডাকবি”। এর পর কোন তথ্য না দিয়ে তিনি ফোনটি কেটে দেন।
এ ব্যাপারে সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন আকাশ বলেন, “গত ২৯ ডিসেম্বর দুপুরে আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদারকে একটি নিউজের তথ্যের জন্য ফোন দিলে তিনি আমাকে তুই বলে গালাগালি করেন। আমি সাংবাদিক ছাড়াও একজন জনপ্রতিনিধি। আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না।”