প্রথমবারের মতো পাঁচটি পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৮:০২ পিএম

প্রথমবারের মতো পাঁচটি পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার

সংগৃহীত ছবি

ডিম, আলু, পেঁয়াজ, চিনিসহ পাঁচ পণ্যের দাম নির্ধারণ করেছে সরকার। 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, নতুন মূল‍্য অনুযায়ী প্রতি পিস ডিম ১২ টাকা, প্রতি কেজি আলু ৩৫ থেকে ৩৬ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা, প্রতি কেজি খোলা চিনি ১২০ টাকা, প‍্যাকেটজাত চিনি ১৩৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৯ টাকা, খোলা সয়াবিন তেল ১৪৯ টাকা এবং প্রতি কেজি পামওয়েল বিক্রি হবে ১২৪ টাকায়।

ডিমের জোগান যেন পর্যাপ্ত হয় সেজন্য ডিম আমদানি করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রথমে অল্প পরিমাণে ডিম আমদানি করা হবে। এরপরও যদি দাম না নিয়ন্ত্রণে থাকে তাহলে ব্যাপক আকারে আমদানি করা হবে।

Link copied!