আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৩, ২০২১, ০৫:৫৮ পিএম

আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে। সামনেই আসছে বিয়ের মৌসুম। এ সময় মধ্যবিত্তের কপালে আরও একবার চিন্তার ভাজ ফেললো বাড়তি এই স্বর্ণের দাম। স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ৩৩৩ টাকা। অর্থাৎ প্রতিগ্রামে  দাম বেড়েছে ২০০ টাকা।

শনিবার(১৩ নভেম্বর) থেকে এই নতুন দর বাজারে কার্যকর করা হয়েছে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দর অনুযায়ি, ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি কিনতে লাগবে ৭৪ হাজার ৩০০ টাকা। আগে এই দাম ছিল ৭১ হাজার ৯৬৭ টাকা।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার প্রাদুর্ভাবের পর নানবিধ কারনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি, দেশে চাহিদার বিপরীতে জোগান কম ও বুলিয়ন মার্কেটে মূল্যবৃদ্ধির কারণে স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার থেকে নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের অলংকার কিনতে ব্যয় হবে ৭৪ হাজার ৩০০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭১ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৪০২ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের অলংকারের ভরি বিক্রি হবে ৫২ হাজার ৮০ টাকায়।

Link copied!