টাকা ফেরত অথবা পণ্য সরবরাহ না করা হলে রাজপথে নামার পাশাপাশি আমরণ অনশনের হুমকি দিয়েছেন ই-কমার্স সাইট ই-অরেঞ্জের গ্রাহকরা। শুক্রবার (২৭ আগস্ট) সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই হুমকি দেওয়া হয়।
সমাবেশে গ্রাহকরা বলেন, ‘দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেখব তারা কী সিদ্ধান্ত দেয়। টাকা ফেরত ও পণ্য সরবরাহের জন্য যদি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া হলে আগামী ২০ সেপ্টেম্বর গ্রাহকদের নিয়ে রাজপথে নামব, অনশন করব’।
সমাবেশে গ্রাহকরা অভিযোগ করেন, বেশ কয়েকবার তাদের বাইক ডেলিভারির সময় দিয়েও প্রতিষ্ঠানটি বাইক দেয়নি। এদিকে ই-অরেঞ্জের অফিস ও কাস্টমার কেয়ারও বন্ধ আছে। প্রতিষ্ঠানটি সিইও গ্রাহকদের বলছেন, তারা কোম্পানি বিক্রি করে দিয়েছেন। এখন তিনি দেশে আছেন নাকি নেই তাও কারো জানা নেই।
গ্রাহকদের আরো অভিযোগ, ৪৫ দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা থাকলেও ৪ মাস পেরিয়ে গেছে। এখন তারা আরও সময় চাচ্ছে। এদিকে সাবেক ক্রিকেটার মাশরাফি ই-অরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে তাকে দেখেই টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু এখন তারা টাকা বা পন্য কোনটাই না পেয়ে মাশরাফির বাড়ি ঘেরাও করার কথা বলছেন। তাদের দাবী, তারা মাশরাফিকে দেখেই টাকা বিনিয়োগ করার সাহস পেয়েছিলেন। এবং প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মাশরাফি দায় এড়াতে পারেন না।
এর আগে গ্রাহকরা সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে ই-অরেঞ্জের অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন। ফলে গুলশানের ১৩৬ ও ১৩৭ নম্বর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় তারা মোটরসাইকেলে গুলশানের বিভিন্ন সড়কে শোডাউন করেন।