টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ৩ হাজার পর্যটক পারাপারের সুযোগ দেওয়ার দাবি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৫:২১ এএম

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ৩ হাজার পর্যটক পারাপারের সুযোগ দেওয়ার দাবি

টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে দৈনিক ১০টি জাহাজে সর্বোচ্চ ৩ হাজার পর্যটক পারাপারের সুযোগ দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে জাহাজমালিকদের সংগঠন সি-ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)। বুধবার বিকেলে এই দাবিতে তাঁরা কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন।

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে এখন ১০টি জাহাজ ও ৪০টির বেশি নৌযানে করে দৈনিক ৫-৮ হাজার পর্যটক ভ্রমণে যাচ্ছেন। সরকার পর্যটকের যাতায়াত সীমিত করে ১ হাজারের নিচে নামিয়ে আনার উদ্যোগ নিচ্ছে। এ ক্ষেত্রে দৈনিক জাহাজ চলবে মাত্র দুটি করে। বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বৈঠকে সেন্ট মার্টিনের সুরক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কথা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে দুপুরে কক্সবাজার সৈকতের একটি হোটেল সংবাদ সম্মেলন করে স্কোয়াব। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্কোয়াবের সভাপতি তোফায়েল আহমদ।

Link copied!