জুলাই ২৬, ২০২৪, ১০:৩২ পিএম
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র অন্যতম দুই সমন্বয়ককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই দুই সমন্বয়ক হলেন- নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।
শুক্রবার (২৬ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের তুলে নিয়ে যাওয়ার বিষয়টি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডেইলি স্টারকে জানান প্ল্যাটফর্মটির আরেক সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন।
সমন্বয়ক সারজিস আলম বলেন, “নাহিদের এক আত্মীয় হাসপাতাল থেকে আমাকে ফোনে জানিয়েছেন যে বিকেল সাড়ে চারটার দিকে নাহিদ ও আসিফকে হাসপাতাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়।”
এদিকে বিষয়টি নিশ্চিত হতে সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার (মিডিয়া) ফারুক হোসেনকে ফোনে পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্য ডেইলি স্টার।
এর আগে গত ২০ জুলাই ভোরে রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে নাহিদ ইসলামকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়। বাম উরু ও কাঁধে প্রচণ্ড ব্যথা ও গভীর ক্ষতসহ রোববার তাকে পাওয়া যায়।
আগের দিন ১৯ জুলাই আসিফ মাহমুদকে আইনশৃঙ্খলা বাহিনী অপহরণ করে বলে অভিযোগ ওঠে। পাঁচদিন পর তাকে পাওয়া যায়। এরপর থেকে তারা দুজনই একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গতকাল ২৫ জুলাই বিকেল থেকে হাসপাতালে তাদের নজরদারিতে রাখা হয়। তাদের কেবিনের সামনে গোয়েন্দা পুলিশ সদস্যদের পাহারা দিতে দেখা যায়। নাহিদ ও আসিফের সঙ্গে সাংবাদিকসহ কাউকে দেখা করতে না দেওয়ার কথাও জানা গেছে।