সাত কলেজের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৭, ২০২৫, ০৬:৪১ পিএম

সাত কলেজের শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

স্বাধীন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (১৭ মে) বিকেলে ইডেন কলেজের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা জানান, রোববারের (১৮ মে) মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি না হলে সোমবার থেকে কঠোর কর্মসূচি শুরু হবে, প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করা হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের পরও নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়নি, বরং প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসনের অনুমোদন ঝুলে আছে। তারা এ বিলম্বের তীব্র প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে দ্রুত অন্তর্বর্তী প্রশাসন গঠন, সেশনজট নিরসনে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, নতুন ভর্তি পরীক্ষার উদ্যোগ এবং আগামী মাসের মধ্যে অধ্যাদেশ ও বাজেট বরাদ্দ নিশ্চিত করা।

উল্লেখ্য, সাতটি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, তিতুমীর কলেজ ও মিরপুর বাংলা কলেজ।

Link copied!