সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান সহিংসতার ঘটনায় গ্রেপ্তার ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন ঢাকার দুই আদালত। তাদের মধ্যে ঢাকার ৫৫, চট্টগ্রামের ১৪, খুলনার ৬ ও রংপুর বিভাগের ৩ জন রয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেপ্তারকৃত এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনায় করে আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন। এজন্য শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে সারা দেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দিয়েছেন তিনি। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ছুটির দিনেও ঢাকার সিএমএম আদালত থেকে ৩৭ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত থেকে ৫ জন পরীক্ষার্থী জামিন পেয়েছেন। আগামী ১১ আগস্ট থেকে তাদের স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বার্তায় গ্রেপ্তারকৃত এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে সহায়তার প্রতিশ্রুতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই বার্তায় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু উল্লেখ করেন, তাদের মধ্যে কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী হন, তবে তাদের জামিনে সহায়তা করা হবে। এ ক্ষেত্রে পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করতে হবে।