ইউল্যাবে শিক্ষার্থীদের অবরোধ চলাকালে হামলা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৭, ২০২৪, ০৫:৪২ পিএম

ইউল্যাবে শিক্ষার্থীদের অবরোধ চলাকালে হামলা

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থীদের অবরোধ চলাকালে হামলার অভিযোগ এসেছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর দুইটার দিকে শিক্ষার্থীদের ওপর এই হামলা চালায় স্থানীয় সরকার দল ও ছাত্রলীগ নেতাকর্মীরা। শিক্ষার্থীদের অবরোধের ফলে রাজধানীর গাবতলী থেকে মোহাম্মদপুর হয়ে ধানমন্ডি সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভুঞা। তিনি বলেন, ‍‍“অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন সড়ক অবরোধ ছেড়ে দেন।”

সূত্র জানায়, বেলা ১২টার দিকে বেড়িবাঁধে ইউল্যাব ক্যাম্পাসের সামনে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলায় ছয়জন নিহতের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে। টের পাওয়ার আগেই শিক্ষার্থীদের ওপর হামলা করে বসে সরকার দলীয় স্থানীয় ও ছাত্রলীগ নেতাকর্মীরা। ইউল্যাব শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শ্রমিক লীগের নেতাদেরও সক্রিয় থাকতে দেখা গেছে। একই সময় ওই সড়কের বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপরেও হামলা চালানো হয়।

Link copied!