ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৫, ১২:২৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের বিপরীত পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি গাছ থেকে একজন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার, ২২ জানুয়ারি সকাল আটটায় মরদেহ উদ্ধারের এ ঘটনা ঘটেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বিবিসি বাংলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খালিদ মনসুর জানিয়েছেন, “সকাল আটটায় ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ গাছ থেকে নামানো হয়েছে। শহীদ মিনারের বিপরীত পাশে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনের একটি গাছে মরদেহটি ঝুলছিল। সে ভবঘুরে।”

তিনি আরও বলেন, “ঝুলছিলো তো তাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে গলায় ফাঁস লাগিয়েছে। ক্রাইম সিন ঘটনাস্থলে গেলে পরে মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া যাবে।”

মরদেহ এখন ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!