বিশ্ব পর্যটন দিবস

পরিবেশবান্ধব পর্যটন খাতের উন্নয়নে শিক্ষার্থীদের আহ্বান ঢাবি উপাচার্যর

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সেপ্টেম্বর ২৮, ২০২৩, ০৩:১৮ এএম

পরিবেশবান্ধব পর্যটন খাতের উন্নয়নে শিক্ষার্থীদের আহ্বান ঢাবি উপাচার্যর

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

পরিবেশবান্ধব পর্যটন খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি ভূমিকা রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পৃথক কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য এ আহ্বান জানান।

May be an image of 6 people and text

দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে দিনব্যাপী ‘ন্যাশনাল গ্রীন ট্যুরিজম ফেস্ট’-এর আয়োজন করে। এই ফেস্টে র‌্যালি, মেলা, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

May be an image of 5 people, dais and text

প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে নানাধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। এর ফলে আর্থ-সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং প্রাণিজগৎ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। 

তিনি আরও বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে পরিবেশবান্ধব বিনিয়োগের মাধ্যমে পর্যটন স্থানগুলোকে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

May be an image of 7 people, dais and text that says ‍‍`TOURISM & HOSPITALITY MANAGEMENT‍‍`

ফেস্টে আরও উপস্থিত ছিলেন- বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব, সৈয়দা রুবিনা আক্তার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল আলম খন্দকার এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক মাশিউল হক চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. সন্তোষ কুমার দেব।

May be an image of 6 people and text

এছাড়া, দিবসটি উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) এবং ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি (ডিইউটিএস) যৌথভাবে ছাত্র-শিক্ষক কেন্দ্রে আলোকচিত্র প্রদর্শনী ও র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পর্যটন দিবস উদযাপন করেন।

Link copied!