শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ওপর ফের লাঠিচার্জ-জলকামান

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৩:৩৫ পিএম

শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ওপর ফের লাঠিচার্জ-জলকামান

ছবি: সংগৃহীত

আন্দোলন দমাতে আবারও লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলন করছিল।

আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দুপুর আড়াইটার দিকে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার শুরু করে পুলিশ। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।

তবে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা মোড়ের পাশেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।  

এদিকে জাতীয় জাদুঘরের সামনে আজ টানা চতুর্থ দিনের মতো অবস্থান নেন আন্দোলনকারী। দুপুরে কিছু সময়ের জন্য তারা শাহবাগ মোড় অবরোধ করেন।

এ নিয়ে অষ্টম দিনে গড়িয়েছে তাদের আন্দোলন। এর আগে চার দিন একই দাবিতে তারা প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেছেন।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম বাতিল করে দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ে আপিল বিভাগের কোটাসংক্রান্ত সর্বশেষ রায় অনুসরণ করে নতুন ফলাফল প্রকাশ করতে নির্দেশ দেন। এরপর থেকেই নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন চাকরিপ্রার্থীরা।

Link copied!