ভোট কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, টিএসসিতে উত্তেজনা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৭:৫৯ পিএম

ভোট কারচুপির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, টিএসসিতে উত্তেজনা

ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলে ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল করে তারা। এসময় তারা ‘জামায়াত-শিবির রাজাকার’, ‘নির্বাচনে কারচুপি, মানি না মানব না’, ‘ভোট চোর ভোট চোর, জামায়াত-শিবির ভোট চোর’, ‘প্রশাসন ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেন্দ্রটির ভোট গণনা প্রার্থীদের সামনে করার দাবি জানানো হয়েছে।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা টিএসসি কেন্দ্রের বাইরে অবস্থান নেয়।

Link copied!