ইউআইইউ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২৪, ০৭:০২ এএম

ইউআইইউ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

ভিডিও থেকে সংগৃহীত

রাজধানীর নতুনবাজার এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আজ বেলা পৌনে ১২টা নাগাদ।

এ সময় উভয়পক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউআইইউ শিক্ষার্থীরা সকাল থেকে তাদের ক্যাম্পাসে জড়ো হতে থাকেন।

ইতোমধ্যে তাদের ক্যাম্পাসের কাছাকাছি এলাকায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি-সোটা নিয়ে অবস্থান নেয়।

সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের একযোগে ক্যাম্পাস থেকে বেরিয়ে নতুনবাজার সড়ক অবরোধের জন্য এগিয়ে যেতে থাকলে ছাত্রলীগের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে

পরে শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাকর্মীদের হটিয়ে দিয়ে নতুনবাজার এলাকায় অবস্থান করে বিক্ষোভ শুরু করে।

ইউআইইউ শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‍‍`ছাত্রলীগ আমাদের ওপর হামলা করতে উদ্যত হলে সবাই মিলে তাদেরকে প্রতিরোধ করা হয়েছে।‍‍`

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজন কুমার সাহা বলেন, ‍‍`তাদের মধ্যে কোনো সংঘর্ষ হয়নি। ইউআইইউ শিক্ষার্থীরা ১২টার দিকে সড়ক অবরোধ করেন। এ সময় ছাত্রলীগের সঙ্গে তারা মুখোমুখি অবস্থানে চলে এলে আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি।‍‍`

Link copied!