রুয়েটে ২৪ আগস্ট থেকে ক্লাস শুরু

রাবি প্রতিনিধি

আগস্ট ১৮, ২০২৪, ০৬:০৯ পিএম

রুয়েটে ২৪ আগস্ট থেকে ক্লাস শুরু

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আগামী ২৪ আগস্ট থেকে স্নাতক-স্নাতকোত্তরের সব বর্ষের ক্লাস শুরু হবে। এ ছাড়া আগামী মঙ্গলবার থেকে সবগুলো আবাসিক হল খুলে দেওয়ারও নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০৫তম জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে এ-সংক্রান্ত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুটি বিজ্ঞপ্তিতেই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীর সই রয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান তিনি।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

এর আগে ১০ আগস্ট উপাচার্য বরাবর একদিনের সময়সীমা (আল্টিমেটাম) দিয়ে ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধসহ ১১ দফা দাবি তোলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই দাবির পরিপ্রেক্ষিতে একই দিন সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদেরকে রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত না থাকার জন্য বলা হয়। এ ছাড়া এই আদেশ অমান্যকারীদের বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে বলে পৃথক দুটি অফিস আদেশে বলা হয়েছে।

Link copied!