জুলাই ১২, ২০২৪, ০৬:৫৪ পিএম
কোটা বাতিলের দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে সমন্বয়কদের নিয়ে অনলাইন ও অফলাইনে প্রতিনিধি বৈঠক করবে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক আবু বাকের মজুমদার। এ সময় গতকাল বৃহস্পতিবারের ‘বাংলা ব্লকেড’-এ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী সংগঠনটি আগামীকাল শনিবার সারাদিন দেশব্যাপী প্রতিনিধি বৈঠকের ঘোষণা দিয়েছে। পাশাপাশি পূর্বঘোষিত ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিও চলবে। পরবর্তীতে সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করার কথাও জানান সংগঠনটির আহ্বায়ক।
এর আগে বিকেল সোয়া চারটার দিকে ঢাবির কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র ব্যানারে এই বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বিকেল সোয়া পাঁচটার দিকে শাহবাগে জড়ো হন।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলমান কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগে অবস্থান নেন। তাদের অবস্থানের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।