বৃষ্টি উপেক্ষা করেই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে প্রতিবাদ করতে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের।
জুলাইয়ে শুরু হওয়া কোটা বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা-মামলা ও আটক শিক্ষার্থীদের মুক্তি এবং শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে নিপীড়নবিরোধী শিক্ষক সমাবেশ করেন তারা। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ শুরু হয়।