ডাকসু নির্বাচন: এক ভোটারকে দুই ব্যালট, পোলিং অফিসারকে অব্যাহতি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৪৮ পিএম

ডাকসু নির্বাচন: এক ভোটারকে দুই ব্যালট, পোলিং অফিসারকে অব্যাহতি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের একটি ভোটকেন্দ্রের পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জিয়াউর রহমানের বিরুদ্ধে অমর একুশে হলের কেন্দ্রে একজন শিক্ষার্থীকে ‘অনিচ্ছাকৃতভাবে দুইটি ব্যালট পেপার দেওয়ার’ অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে বলছে, “বিষয়টি যে অনিচ্ছাকৃত ভুল তা অভিযোগকারী ভোটারও বুঝতে পারেন। তারপরও ঘটনা জানার সঙ্গে সঙ্গে প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে ‍‍`অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বদ্ধপরিকর‍‍`।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে সকাল ৮টায় ভোট শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত ৮১০টি বুথে একটানা ভোটগ্রহণ চলবে।

ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মোট ৪৭১ জন প্রার্থী। অন্তত ১০টি প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবেও লড়ছেন অনেকে।

এমন এক সময়ে এই নির্বাচন হচ্ছে, যখন ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনের একক আধিপত্য নেই; ক্ষমতাসীন দলের সংগঠনের দাপটও নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতি অনেকটাই নজিরবিহীন।

ফলে এককভাবে কোনো প্রার্থী বা প্যানেলকে বড় ব্যবধানে এগিয়ে রাখছেন না ভোটাররা।

Link copied!