ডাকসু নির্বাচন সেপ্টেম্বরেই, হলে থাকছে না ভোটকেন্দ্র

সালমান ইবনে সাঈদ শাওন, ঢাবি প্রতিনিধি

জুলাই ২০, ২০২৫, ০১:৪২ পিএম

ডাকসু নির্বাচন সেপ্টেম্বরেই, হলে থাকছে না ভোটকেন্দ্র

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) চলতি বছরের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। এর জন্য ২৯ জুলাই ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।

রোববার, ২০ জুলাই সকালে নওয়াব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চূড়ান্ত স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকে এসব কথা জানান নির্বাচন কমিশন। এসময় রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী স্টেকহোল্ডারদের সামনে বিস্তারিত নির্বাচন সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

বৈঠকে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রভোস্ট কমিটি, ডিন কমিটি এবং সব ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে বলা হয়, এবার ভোটকেন্দ্র আবাসিক হলে থাকবে না। প্রত্যেকটি আবাসিক হলের জন্য ক্যাম্পাসে বিভিন্ন অনুষদ ও স্থাপনায় স্থানান্তর করা হবে। এই সিদ্ধান্ত মোতাবেক, ডাকসুর ইতিহাসে এবারই প্রথম হলের শিক্ষার্থীরা বাইরে গিয়ে ভোট দেবেন।  

চূড়ান্ত স্টেকহোল্ডার বৈঠকে জানানো ছয়টি নিরপেক্ষ ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট হলসমূহের নামও জানানো হয়েছে।

ছয়টি নিরপেক্ষ ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট হলসমূহ হলো:

কার্জন হল (পরীক্ষা ভবন): ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।

শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।

ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব সেন্টার: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।

সিনেট ভবন (এলামনাই ফ্লোর, সেমিনার রুম ও ডাইনিং রুম): স্যার এ.এফ. রহমান হল, হাজী মুহাম্মদ মুহসিন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা এখানে ভোট দেবেন।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ সেন্টার: সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থীদের ভোট গ্রহণ এখানে হবে।

শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে কমিশন জানিয়েছে, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষার ফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, তারা এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে বা প্রার্থী হতে পারবেন না।

ডাকসুর সংবিধান সংশোধনের ক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের হাতে রয়েছে বলেও জানানো হয়েছে।

Link copied!