নভেম্বর ৪, ২০২৩, ০৯:২৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের আয়োজনে তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’ (আইআইইউএসএফএফ) এর ১৫তম আসরের পর্দা উঠছে সোমবার (৬ নভেম্বর)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিকেল সাড়ে ৩টায় এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।
এই বছর, টিএসসিতে তিন দিনব্যাপী অনুষ্ঠানের চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও রয়েছে দিনব্যাপী আর্ট ক্যাম্প, প্রকাশনা প্রদর্শনী এবং প্যানেল আলোচনা।
এক যুগেরও বেশি সময় ধরে আয়োজিত এই উৎসবের এবারের আসরে ৯৬টিরও বেশি দেশ থেকে প্রায় ১৬৭১ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে। নির্বাচিত সেরা ২০০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে নভেম্বর মাসজুড়ে দেশের ১০ টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
উৎসবের সমাপনী ও পুরষ্কার প্রদান অনুষ্ঠান আগামী ৮ নভেম্বর, ২০২৩ তারিখে আয়োজিত হবে।
বিশ্ববিদ্যালয়গামী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদান ও তাদের প্রতিভা প্রদর্শনে একটি বৃহত্তর আন্তর্জাতিক মঞ্চ প্রদানের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০০৭ সাল থেকে প্রতি বছর ‘আইআইইউএসএফএফ’ আয়োজন করে এসেছে।
উৎসবের ১৫তম আসরে সহযোগিতায় রয়েছে রয়্যাল নরওয়েজিয়ান দূতাবাস এবং বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
এবারের আসরে সম্প্রচার সহযোগী হিসেবে রয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, সময় টিভি এবং দ্য রিপোর্ট। স্ক্রিনিং সহযোগী হিসেবে বরাবরের মতো এবারও থাকছে স্টার সিনেপ্লেক্স।
৩০ নভেম্বর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে। উৎসবটির সবগুলো প্রদর্শনী সম্পূর্ণ বিনামূল্যে এবং সবার জন্য উন্মুক্ত।