জুলাই ৩০, ২০২৪, ১০:২৭ পিএম
সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর দেশব্যাপী গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে আগামীকাল বুধবার পদযাত্রা বা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা দিয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।
কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সমন্বয়ক জানান, শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে আগামীকাল দুপুর ১২টায় দেশের সব আদালত চত্বরে, ক্যাম্পাসে ও রাজপথে এই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।
শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবী, শ্রমজীবীসহ সব নাগরিককে এই কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতার অনুরোধ জানিয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।