মে ২৪, ২০২৫, ০৪:১৩ পিএম
						
                            
                                                        জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাইকে কুক্ষিগত করেছে বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী।
এসময় তিনি বলেন, "এনসিপির ভুল তিনটা। এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং ঐক্য নষ্ট করেছে এনসিপি "বলে দাবি করেন হাদী।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা মাহফুজ আলমের উদ্দেশে হাদী বলেন, তিনি মন চাইলেই পোস্ট দেবেন। তিন ঘন্টা পর আবার ডিলেট করে দেবেন। এবং পরবর্তীতে এসে ক্ষমা চাইবেন।"
এতো আবেগী হলে তিনি তাকে নাটক,আর্ট করার ও পরামর্শ দেন।
জাতীয় সরকার গঠন করে বিচার, মৌলিক সংস্কার ও নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদি বলেছেন, " বিচার ও সংস্কার না করে প্রফেসর ইউনূসের সরকার চলে গেলে বা নির্বাচনের দিকে গেলে দেশে অচিরেই গৃহযুদ্ধ লাগবে।"
হাদী বলেন, "জুলাই ঘোষণাপত্র না হলে জুলাই শহীদ পরিবার কিংবা যারা এই আন্দোলনে শরিক হয়েছে তাদেরকে ভারত আর আওয়ামী লীগ কচুকাটা করবে। জুলাই ঘোষণাপত্র হলে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর হবে। এ সরকারের মধ্যে যারা আওয়ামী লীগকে চায় তাদের নৈতিক পরাজয় হয়েছে নিষিদ্ধের মাধ্যমে। "
জুলাই সনদ তৈরি হলে তাদের চূড়ান্ত পরাজয় হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি দাবি করেন, সরকার ও সেনাবাহিনী এ মুহূর্তে মুখোমুখি অবস্থান করছে। সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে সেটি স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য। বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অফিসার আওয়ামী লীগের সুবিধাভোগী বলেও মন্তব্য করেন তিনি।
শরিফ ওসমান বলেন, ড. ইউনূসের পরিচয় ব্যবহার করে এই সরকারের অনেকেই ক্ষমতায় থাকতে চায়। এই সরকারৈর মধ্যে ইতোমধ্যেই অনেকে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা কেন জুলাইয়ের রাজনীতি করলেন না? আমরা এনসিপিকে পরে ধরবো।"
এ সময় তিনি দ্রুত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি তোলেন। অন্যথায় তিনি ঢাকা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন।