রোজার মাসে প্রাথমিকে নতুন সময়সূচি

জাতীয় ডেস্ক

মার্চ ৭, ২০২৪, ১২:৫৫ পিএম

রোজার মাসে প্রাথমিকে নতুন সময়সূচি

ছবি: সংগৃহীত

রোজার মাসে প্রাথমিকে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ক্লাস চলবে।

বৃহস্পতিবার (৭ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, রোজার মাসে আগামী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলবে। আগামী রোববার থেকে এই রুটিন কার্যকর হবে। ক্লাস হবে রোববার থেকে বৃহস্পতিবার। ক্লাস চলাকালীন দুপুরে জোহরের নামাজের জন্য ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে।

Link copied!