নতুন বই ছাপাতে কাগজ বা বিদ্যুতের কোনো সংকট নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৫, ২০২৩, ০৬:০৪ পিএম

নতুন বই ছাপাতে কাগজ বা বিদ্যুতের কোনো সংকট নেই: শিক্ষামন্ত্রী

এ বছর কাগজ, বিদ্যুৎ বা অন্যকোনও সংকট নেই। তাই যথা সময়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, গত বছর কাগজ, বিদ্যুৎসহ অন্য সংকট থাকলেও এ বছর তা নেই। ইতোমধ্যে প্রাথমিকের বই ছাপানোর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মাধ্যমিকেরও টেন্ডার কাজ চলছে। টেন্ডার কাজ সম্পন্ন করার জন্য কমিটি রয়েছে। কমিটিতে এসব টেন্ডারগুলো যাচ্ছে এবং অনুমোদন হয়ে আসছে। আশা করছি আগামী শিক্ষাবর্ষে যথাসময়ে সকল বই উপজেলাগুলোতে পৌঁছে যাবে এবং ১ জানুয়ারি আমরা বই উৎসব করতে পারবো।

দীপু মনি বলেন, সাফল্যের সঙ্গে একটানা গত ১৫ বছর দেশ পরিচালনা করে আসছেন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে দেশ উন্নয়ন, জীবন যাত্রার মানউন্নত, দেশের মান মর্যাদা বৃদ্ধিসহ উন্নত দেশ গঠনের সব ধরনের সক্ষমতা তৈরি হয়েছে।

জাতীয় নির্বাচন ও দলের দ্বন্দ্ব প্রসঙ্গে সংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে আমাদের যে সংগঠন, তা খুবই শক্তিশালী। কারণ আওয়ামী লীগের প্রাণ তৃণমূল। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ একটি বড় দল। সেই বড় দলে অনেক যোগ্য প্রার্থী আছে। যে কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। কোথাও কোথাও সেটা দ্বন্দ্বের সৃষ্টি করে। এটি সারা পৃথিবী ও সব রাজনৈতিক দলেই থাকে।

Link copied!