রাজধানীর নীলক্ষেত এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সোয়া পাঁচটার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দুইটার পর থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেন সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেল পাঁচটা পর্যন্ত আন্দোলনকারীদের কাছ থেকে কিছুটা দূরত্বে ব্যারিকেড দিয়ে পুলিশ দণ্ডায়মান ছিল। তবে বিকেল সোয়া পাঁচটার দিকে আকস্মিকভাবে আন্দোলনকারীদের ওপর চড়াও হন পুলিশ সদস্যরা। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়।
আরও পড়ুন: রাস্তায় আন্দোলনের সময় আপনি কী করবেন?
পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস (টিয়ার শেল) নিক্ষেপ করছে। আন্দোলনকারীরাও পুলিশকে ছেড়ে কথা বলছেন না। পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করছে তারাও। পুলিশের এই হামলার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে তিনদিকে অবস্থান গ্রহণ করেছেন। এর মধ্যে একটি অংশ ইডেন মহিলা কলেজ ফটক, আরেকটি অংশ নিউমার্কেটের ১ নম্বর ফটক ও অন্য আরেকটি অংশ নিউমার্কেটের ৩ নম্বর ফটকের সামনে অবস্থান নিয়েছেন। টিয়ার শেল থেকে বাঁচতে আন্দোলনকারীরা সড়কে আগুন জ্বালিয়ে দিয়েছেন। বিকেল পৌনে ছয়টার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল।