সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০৬:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
চলতি বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাত দিন ছুটি থাকছে। আর নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ৮ দিন এবং কলেজে ছুটি থাকছে ১০ দিন।
বাঙালি হিন্দুদের প্রধান এ ধর্মীয় উৎসবে মাদ্রসা শিক্ষার্থীরাও দুই দিন ছুটি পাচ্ছেন। পূজা উপলক্ষে কারিগরি স্কুলে ৫ দিন, কারিগরি কলেজগুলোতে ৭ দিন এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ৪ দিন ক্লাস বন্ধ থাকবে।
ষষ্ঠীর দিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু হবে।
প্রাথমিকে ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুসারে, দুর্গাপূজা, ফাতেহা ই ইয়াজদাহাম, প্রবারণ পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন ছাড়া ৭ দিন বন্ধ থাকবে। প্রাথমিকে ক্লাস শুরু হবে ৭ অক্টোবর।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুসারে এ প্রতিষ্ঠানগুলোতেও ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া ৮ দিন বন্ধ থাকবে এ স্কুলগুলো। ৮ অক্টোবর থেকে এ স্কুলগুলোতে ক্লাস শুরু হবে।
সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুসারে এ প্রতিষ্ঠানগুলোর ছুটিও শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ৯ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া ১০ দিন কলেজগুলো বন্ধ থাকবে। ১০ ও ১১ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় কলেজগুলোতে ক্লাস শুরু হবে ১২ অক্টোবর।
সরকারি-বেসরকারি মাদ্রাসার এবতেদায়ী, দাখিল, আলিম, ফাযিল ও কামিল পর্যায়ের শিক্ষার্থীরা পূজা উপলক্ষে ২ দিন ছুটি পাচ্ছেন। পূজা উপলক্ষে ১ ও ২ অক্টোবর এ মাদ্রাসাগুলো বন্ধ থাকবে। ৩ ও ৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়া এ প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হবে ৫ অক্টোবর।
কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডার অনুসারে এসএসসি ও দাখিল ভোকেশনাল পর্যায়ের কারিগরি স্কুল ও মাদ্রাসাগুলো ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া ৫ দিন ছুটি থাকবে। ছুটি শেষে ৮ অক্টোবর থেকে এ প্রতিষ্ঠানগুলো খুলবে।
এইচএসসি ভোকেশনাল, বিএম, বিএমটি পর্যায়ের কারিগরি কলেজগুলো এবং ডিপ্লোমা পর্যায়ের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো পূজায় ১ থেকে ৬ অক্টোবর সাপ্তাহিক ছুটি ছাড়া ৪ দিন বন্ধ থাকবে। আর পূজা উপলক্ষে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ডিপ্লোমা শিক্ষাক্রমের শিক্ষার্থীরা ১, ২, ৪ ও ৬ অক্টোবর মোট ৪ দিনের ছুটি পাচ্ছেন।
পঞ্জিকা অনুসারে, এ বছর দুর্গাপূজার ষষ্ঠী হবে ২৮ সেপ্টেম্বর, সেদিনই শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। ২ অক্টোবর মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এ উৎসব।
দুর্গাপূজা উপলক্ষে এবার নবমী ও দশমীর দিন, অর্থাৎ ১ ও ২ অক্টোবর সরকারি ছুটি থাকবে। এছাড়া হিন্দুরা ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুর্গাপূজার সপ্তমী ও অষ্টমীর দিন ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।
দেশে এবার দুর্গাপূজা হবে ৩৩ হাজার ৫৭৬টি মণ্ডপে। এর মধ্যে ঢাকা মহানগরীতে ২৫৫টি মণ্ডপে পূজা হওয়ার কথা রয়েছে।