‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র শান্তিপূর্ণ কর্মসূচিতে দেশব্যাপী হামলা, হত্যা ও আন্দোলনকারীদের গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শুরু হয়েছে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি।
শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুযায়ী মহাসড়কে অবস্থান নিয়ে ছাত্র-জনতাকে স্লোগান দিতে দেখা গেছে। বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশস্থলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও শ্রমিকসহ সবস্তরের মানুষ এই বিক্ষোভে শামিল হতেও দেখা যায়।
গতকাল শুক্রবার রাতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র নতুন কর্মসূচি হিসেবে শনিবার বিক্ষোভ মিছিল ও রোববার সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়।