১ জুলাই থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। এর আগে ১০ মে থেকে ভর্তি শুরু হয়ে চলবে ২০ জুন পর্যন্ত।
বুধবার (২০ মার্চ) দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক-স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি শুরুর তারিখ ১০ মে, ভর্তির শেষ তারিখ ২০ জুন ও ক্লাস শুরুর তারিখ ১ জুলাই নির্ধারিত হয়েছে। মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রমও ১০ মে থেকে শুরু হবে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট, ‘এ’ ইউনিট এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা যথাক্রমে গত ৫-৭ মার্চ অনুষ্ঠিত হয়।