রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান খান।
সোমবার (২২ এপ্রিল) সদ্য বিদায়ী পরিচালক অধ্যাপক আরিফ হায়দারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
সেখানে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক খলিলুর রহমান খান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ইলিয়াছ হোসেন ও শিক্ষা, গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসসহ আরও অনেকে। এছাড়া টিএসসিসির সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অধ্যাপক মিজানুর রহমান খান ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও ১৯৮৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০০৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে তিনি যোগদান করেন। ২০০০ সালে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন। এরপর ২০০৭ সালে সহযোগী অধ্যাপক ও পরবর্তীতে ২০১৪ সালে অধ্যাপক পদ লাভ করেন তিনি।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন ড. মিজান। এছাড়া শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করেন নতুন এই পরিচালক। বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির কো-কনভেনর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।