এপ্রিল ৪, ২০২৪, ১২:০৯ পিএম
এক একে সব বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে যখন ইফতার পার্টি আয়োজন বন্ধ করা হয়েছে, সেই বাস্তবতায় রাজধানীর পাম ভিউ রেস্তোরাঁয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল যেন মিলন মেলায় পরিণত হয়েছে।
বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে শাবিপ্রবি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাকর্মীরা অংশ নেন।
বুয়েটে ছাত্র রাজনীতির পুনঃপ্রবেশের ব্যাপারে হাইকোর্টের অনুমোদনের পরও বিশ্ববিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নানারকম মত প্রকাশ করছেন।
আর বাংলাদেশের প্রাচীনতম ছাত্র সংগঠন ছাত্রলীগের শীর্ষ নেতারা সেসব মন্তব্যের বেশিরভাগকে সমালোচনা করে, সেগুলোকে বলছেন মানুষের মৌলিক অধিকার বিরোধী।
এমন সময়ে আয়োজিত অনুষ্ঠানটিতে দেশের অন্য একটি শীর্ষস্থানীয় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন দেশ পরিচালিত হবে ততদিন বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’
তারা আরও বলেন, ‘আমরা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা সবাই যার যার অবস্থানে প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয় জীবনের মতো বর্তমান সময়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।’