শাহবাগে অবস্থানের ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের, স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা দাবি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৭, ২০২৫, ০৬:৩৪ পিএম

শাহবাগে অবস্থানের ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের, স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা দাবি

ছবি: সংগৃহীত

চলমান কর্মসূচিতে পুলিশের হামলার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষমা চাওয়াসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা; যেখানে তারা সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছেন।

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির ‘যৌক্তিকতা’ যাচাইয়ে সরকারের গঠিত কমিটিকে প্রত্যাখ্যান করে তারা ‘পুলিশের হামলায় আহত’ শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করা, হামলাকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে চাকরি থেকে বরখাস্ত এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন।

বুধবার, ২৭ আগস্ট বিকাল সাড়ে ৫টায় রাজধানীর শাহবাগের অদূরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ব্রিফিংয়ে এসব দাবি তুলে ধরা হয়।

এতে শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীদের তরফে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ।

আগের দিন মঙ্গলবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত পাঁচ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন।

এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টার দিকে দ্বিতীয় দিনের মত বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা শাহবাগের প্রধান সড়কে অবস্থান নেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হলে যানজট ছড়িয়ে পড়ে আশপাশের অন্যান্য সড়কেও।

পরে দুপুর দেড়টার দিকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যুমনা অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস ছুড়ে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এ ঘটনায় ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে পরে বিকাল সাড়ে ৫টায় ব্রিফিংয়ে দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থী জুবায়ের আহমেদ।

এসময় আন্দোলন শিক্ষার্থীদের মুখে ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’ স্লোগান শোনা যায়।

Link copied!