ঢাবির নতুন উপউপাচার্য সীতেশ চন্দ্র বাছার

ইউএনবি

জানুয়ারি ২৫, ২০২৪, ০৮:৪৯ এএম

ঢাবির নতুন উপউপাচার্য সীতেশ চন্দ্র বাছার

অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) উপউপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে উপউপাচার্য (শিক্ষা)  হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারকে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) পদে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগের শর্তে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর এ পদে তিনি দায়িত্ব পালন করবেন। সেইসঙ্গে বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। বিধি অনুযায়ী পাবেন পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা। সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন নির্ধারিত এবং উপাচার্য প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে গত ৪ নভেম্বর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে উপ-উপাচার্য (শিক্ষা) পদটি খালি ছিল।

আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক সীতেশ চন্দ্র বাছার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর পাস করেন। ১৯৯৬ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি করেন। এরপর ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি।

Link copied!