চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা দুইমাস পেছানোসহ চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় পুলিশ ৭ শিক্ষার্থীকে আটক করে নিয়ে যায় বলে দাবি করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার(৮ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে আন্দোলন করলে পুলিশ সদস্যরা তাদের সড়ক ছেড়ে যাওয়ার আহবান জানায়। এসময় শিক্ষার্থীরা ওই আহবানে সাড়া না দিয়ে সড়কের ওপর সমাবেশ ও আন্দোলর চালিয়ে গেলে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা।
এসময় পুলিশ ৭জনকে আটক করে নিয়ে যায়। শিক্ষার্থীরা জানান, পুলিশ তাদের ওপর হঠাৎ লাঠিচার্জ করে। এতে অনেকেই আহত হয়েছেন। তাদের ৭ জনকে আটক করে নিয়ে গেছে বলেও শিক্ষার্থীদের অভিযোগ।
শাহবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা তুলসি সেন দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, এখন পর্যন্ত থানায় কোন ছাত্র আটক বা গ্রেফতার নেই।
তবে সরাসরি ভিডিওতে দেখা গেছে ছাত্রদের কলার ধরে শাহবাগ থানার গেটের ভিতরে নিয়ে যায় পুলিশ, এই বিষয়ে অবহিত করে জানতে চাইলে তুলসি জানান এবিষয়ে তিনি জানেন না। তিনি প্রতিবেদককে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলার পরামর্শ দেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ দ্য রিপোর্ট ডট লাইভকে বলেছেন তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করবেন না।
এছাড়া বাংলা র্যাপ গায়ক, তাবীব মাহমুদ শাহবাগে উপস্থিত হন। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ১০ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নিবেন ও সাজেশন দিবেন। তবে শর্ত আন্দোলন থামাতে হবে।