রিটার্নিং কর্মকর্তার বক্তব্যের সঙ্গে আচরণবিধির মিল নেই, নিয়ম ভাঙেননি আবিদুল

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৫, ০২:৫২ পিএম

রিটার্নিং কর্মকর্তার বক্তব্যের সঙ্গে আচরণবিধির মিল নেই, নিয়ম ভাঙেননি আবিদুল

ছবি: সংগৃহীত

ডাকসুর নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে নির্বাচনের আচরণবিধির শর্তের মিল নেই। রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন, প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেন না। কিন্তু আচরণ বিধিতে বলা আছে, অনুমতি নিয়ে প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

এ বিষয়ে আবিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে ঢুকেছি।’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করিনি।’

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। কোনো প্রার্থী ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারেন কি না এমন প্রশ্নে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক সাংবাদিকদের জানান, প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই। তার বক্তব্যের প্রেক্ষিতে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

কিন্তু নির্বাচনী আচরণ বিধির ১২ (খ) ধারায় বলা হয়েছে– নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী, পোলিং এজেন্ট, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

Link copied!