‘আন্দোলনের রূপ পাল্টাতেই বুয়েট শিক্ষার্থীদের হুমকি’

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩, ২০২৪, ০৬:৩০ পিএম

‘আন্দোলনের রূপ পাল্টাতেই বুয়েট শিক্ষার্থীদের হুমকি’

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বুয়েট উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান শেষে আজ বুধবার বিকাল ৪ টায় সংবাদ সম্মেলনে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের রূপ পাল্টাতেই শিক্ষার্থীদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।

এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আশিকুল আলম, সাগর বিশ্বাস এবং তানভীর রহমান স্বপ্নিল।

আশিকুল আলম বুয়েট আন্দোলনে নিহত আবরার ও তন্ময়ের নৃশংস হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, ‘আমাদেরও একই প্যাটার্নে গুম করে দেওয়ার ভয়-ভীতি দেখানো হচ্ছে। যেভাবে থ্রেট ও বুলিং করা হচ্ছে তাতে আমরা নিরাপত্তা নিয়ে সন্দিহান।’

তাই ভয়-ভীতি প্রদানকারীদের নামসহ বুয়েট  প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বলে জানান তিনি।

বুয়েটের এই শিক্ষার্থী জানান, বাঁশের কেল্লাসহ বিভিন্ন নিষিদ্ধ টেলিগ্রাম গ্রুপগুলোতে তাদের ছবি পাঠানো হচ্ছে। প্রমাণ হিসেবে গ্রুপগুলোর ছবি বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের কাছে জমা দেয়া হয়েছে বলে জানা যায়।

বুয়েটের ওই শিক্ষার্থী আরো বলেন, আমরা বুয়েটে রাজনীতি বন্ধের দাবিতে ইমতিয়াজ রাব্বিসহ সংশ্লিষ্ট সকলের বহিষ্কারের দাবি জানাই। আন্দোলনের ৬ টি পয়েন্টের কোথাও হিজবুত, শিবির বা ছাত্রদলের নাম উল্লেখ ছিল না। যারা ভয়-ভীতি দেখাচ্ছেন, তারা আন্দোলনের রূপ পাল্টে দিতে চাচ্ছেন বলে দাবি করেন এই শিক্ষার্থী। তাদের পরিবারের কাছেও ব্যক্তিগত হুমকি দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসে রাজনীতি চান কি না এমন প্রশ্নের জবাবে তারা জানান, সুষ্ঠু রাজনীতি হলে তাদের কোন আপত্তি নেই।

Link copied!