রাবিতে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার

রাবি প্রতিনিধি

নভেম্বর ২৬, ২০২৩, ১১:০৭ পিএম

রাবিতে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সিঁড়িতে ককটেল সদৃশ দুটি বস্তু দেখা যায়। ছবি: রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষি অনুষদ ভবনের সিঁড়িতে বস্তু দুটি পাওয়া যায়। পরে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা বস্তু দুটি নিষ্ক্রিয় করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কৃষি অনুষদ ভবনের সিঁড়িতে ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে প্রক্টর দপ্তরকে বিষয়টি অবহিত করেন শিক্ষার্থীরা। সে সময় চন্দ্রিমা থানা পুলিশের সদস্যরা ও দুজন সহকারী প্রক্টর ঘটনাস্থলে যান। পরে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়। 

কৃষি অনুষদ ভবনের নিরাপত্তা প্রহরী রাসেল হাসান মনি বলেন, কৃষি অনুষদের সিঁড়িতে শিক্ষার্থীরা ককটেল সদৃশ বস্তু দুটি দেখতে পেয়ে প্রক্টর দপ্তরকে অবহিত করে। কে বা কারা বস্তু দুটি রেখে গেছে তিনি জানেন না বলে জানান। 

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, তথ্যটি জানতে পেরে আমরা ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করি। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিটের এক্সপার্টরা গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, বিষয়টি জানতে পেরে প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিস্পোজাল ইউনিট ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেন। কে বা কারা এর সঙ্গে জড়িত সেটা সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!