চায়ের দোকানে বসা নিয়ে চবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১১:২২ এএম

চায়ের দোকানে বসা নিয়ে চবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

সংগৃহীত ছবি

চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেশনসংলগ্ন এলাকায় চায়ের দোকানে সিএফসি গ্রুপের এক কর্মীকে মারধর করেন সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা। এই ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে সংঘর্ষে জড়ায় এই দুই গ্রুপের কর্মীরা।

এর মধ্যে সিক্সটি নাইনের সদস্যরা সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং সিএফসির সদস্যরা শিক্ষামন্ত্রী মহিবুলের অনুসারী হিসেবে নিজেদের পরিচয় দেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিক্সটি নাইন ও বিজয় উপপক্ষের নেতা–কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে ছাত্রলীগের অন্তত ১৫ নেতা–কর্মী আহত হয়েছিলেন।

সিএফসি উপপক্ষের নেতা–কর্মীদের দাবি, তাঁদের এক কর্মীকে রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন এলাকায় একটি চায়ের দোকানে অতর্কিত হামলা করেন সিক্সটি নাইনের সদস্যরা। এর কিছুক্ষণ পর শাহজালাল হলের সামনে তাঁদের আরেক কর্মীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। পরে তাঁরা এসব হামলা প্রতিহত করেছেন।

অন্যদিকে সিক্সটি নাইন উপপক্ষের নেতা-কর্মীরা বলেছেন, তাঁদের এক কর্মী স্টেশন এলাকায় চায়ের দোকানে একটি চেয়ারে বসতে চেয়েছিলেন। এ নিয়ে ইচ্ছাকৃতভাবে বিতণ্ডায় জড়িয়ে ওই কর্মীকে মারধর করেছেন সিক্সটি নাইনের কর্মীরা। পরে তাঁরা তাঁদের প্রতিহত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

Link copied!