চবি শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ: শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সব পরীক্ষা স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩১, ২০২৫, ১১:৩৩ এএম

চবি শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ: শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সব পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

চট্টগাম বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

চবি পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ তাজউদ্দিন পরীক্ষা স্থগিতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষের পর শিক্ষার্থীদের নিরাপত্তা ও যাতায়াতের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ রোববারের সকল পরীক্ষা স্থগিত করেছে।

এদিকে, চার দফা দাবিতে আজ রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে অবস্থান করছেন শিক্ষার্থীরা। তারা আজকের ক্লাস বর্জন করেছেন। 

এর আগে, গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের জেরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত। 

এতে অন্তত ৫০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহতদের চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর জানান, সহকারী প্রক্টরসহ কয়েকজন শিক্ষকও হামলার শিকার হয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়। রাত সাড়ে ৩টার দিকে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই ছাত্রী ২ নম্বর গেটের কাছে একটি ভবনে ভাড়া থাকেন। রাতে ভবনে ঢোকার সময় ভবনের দারোয়ান তাঁকে মারধর করেন। এ ঘটনার পর শিক্ষার্থীরা দারোয়ানকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। তাকে ধাওয়া করার সময় স্থানীয় লোকজন শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়।

বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Link copied!