ঢাবি ভিসির বাসভবনের সামনে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৪, ২০২৩, ১০:৪৭ পিএম

ঢাবি ভিসির বাসভবনের সামনে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) কুয়েত মৈত্রী হলের সিট সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছে হলের সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা ‘মৈত্রী হলে কি নাই? সিট নাই, সিট নাই’ স্লোগান দেন। এসময় উপাচার্যের আশ্বাস না পাওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভরত শিক্ষার্থীদের একজন বলেন, হলে অতিরিক্ত শিক্ষার্থীদের চাপ কমানোসহ আমাদের দাবি তিনটি। আমরা মনে করি, মৈত্রী হল থেকে কিছু সংখ্যক শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলে স্থানান্তর করা গেলে শিক্ষার্থীদের সিট সমস্যা কমে যাবে।

হলে সিট সংকটের কারণ ব্যাখ্যা করে অন্য এক শিক্ষার্থী জানান, প্রতি নতুন সেমিস্টারের যে পরিমাণ শিক্ষার্থী হলে প্রবেশ করছে, শিক্ষা শেষ হলেও সে পরিমাণ শিক্ষার্থী কিন্তু হলের সিট ছাড়ছে না। একারণেই হলে সিট সংকট তৈরি হচ্ছে।

কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “শিক্ষার্থীরা আমাদের সীমাবদ্ধতা কোথায় আছে সেটা বোঝে। আমাদের সকল ধরনের প্রয়াস লাগবে এবং তাদের বক্তব্যগুলো সঠিক কিন্তু সেগুলো বাস্তবায়নের জন্যে সময় লাগবে এবং বিভিন্ন ধরনের প্রক্রিয়া অবলম্বন করতে হবে ওদের হলের যে কিছু সীমাবদ্ধতা আছে সেটা তারা বুঝছে। আশা করি তারা বুঝবে , শিক্ষার্থিরা খুব মেধাবী ও যৌক্তিক ছেলেমেয়ে ওরা এ ব্যাপারে ব বুদ্ধি জ্ঞান ওদের আছে। আমরা সকলেই এই বিষইয়েই আছি। যে সীমাবদ্ধতাটি যে আছে সেটা তারা বুঝতে পারছে সেটাই ভালো বিষয়”

এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “মেয়েদের যাতে জীবনমান উন্নয়ন ঘটানো যায় তার জন্যিতো তো আমরা কাজ করছি।”

Link copied!