ইউল্যাবে আয়োজিত হলো ‘সাঁতাও’ চলচ্চিত্রের বিশেষ স্ক্রিনিং

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৭, ২০২৩, ১২:৩০ এএম

ইউল্যাবে আয়োজিত হলো ‘সাঁতাও’ চলচ্চিত্রের বিশেষ স্ক্রিনিং

ইউল্যাবের ফিল্ম অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম ‘সিনেমাস্কোপ’ সম্প্রতি ‘শট বাই শট’ শিরোনামে ‘সাঁতাও’ চলচ্চিত্রটির একটি বিশেষ স্ক্রিনিং ইভেন্টের আয়োজন করেছে। চলচ্চিত্র প্রদর্শন শেষে দর্শক ও চলচ্চিত্রের অভিনেতা এবং কলাকুশলীদের সাথে একটি  প্রশ্নোত্তর ও আলোচনার আয়োজন করা হয়। 

শুক্রবার (৩ মার্চ) এ অনুষ্ঠানটি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) রিসার্চ বিল্ডিংয়ের অডিটোরিয়ামে আয়োজিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিনেমাস্কোপের উপদেষ্টা নন্দিতা তাবাসসুম খান, সিনেমাস্কোপের প্রশিক্ষক জনাব জাহিদ গগন এবং ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সিনিয়র লেকচারার ড. সাজ্জাদ হোসেন। 

‘সাঁতাও’-এর স্ক্রিনিং শেষে পরিচালক, সহকারী পরিচালক এবং ‘সাঁতাও’-এর অভিনেতা কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। 

এই আয়োজনটিতে চলচ্চিত্র নির্মাতা এবং সিনেমাপ্রেমীদের জন্য শিল্পবিশেষজ্ঞদের কাছ থেকে শেখার এবং চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে অন্তর্দৃষ্টি অর্জনের সুযোগ করে দেয়া হয়। চলচ্চিত্রের দলের জন্য তাদের দর্শকদের সাথে সংযোগ করার এবং তাদের কাজের প্রতিক্রিয়া নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। 

আয়োজকেরা জানান, ‘শট বাই শট’ ইভেন্টটি একটি বিশাল সাফল্য ছিল এবং স্থানীয় চলচ্চিত্র শিল্পের প্রচার ও সমর্থনে সিনেমাস্কোপের প্রতিশ্রুতি প্রদর্শন করে। সিনেমাস্কোপ-এর কার্যনির্বাহী দল অদূর ভবিষ্যতে এই ধরনের আরও ইভেন্টের আয়োজন করতে এবং সিনেমা জগতে তরুণদের জন্য একটি জায়গা তৈরি করার অপেক্ষায় রয়েছে।

এরপর নন্দিতা তাবাসসুম খান একটি সমাপনী বক্তব্য প্রদান করেন এবং তিনি চলচ্চিত্র দল এবং সিনেমাস্কোপ দলকে এমন একটি ইন্টারেক্টিভ ইভেন্ট আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গ্রামীণ সমাজে একজন কৃষকের জীবনধারা এবং তার সংগ্রামের গল্প অনুসরণ করে ‘সাঁতাও’ ছবিটি নির্মাণ করেছেন খন্দকার সুমন।

Link copied!