ইবির ভর্তি: সাক্ষাতকারে ৭৮ ভাগই অনুপস্থিত

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ০৮:২১ পিএম

ইবির ভর্তি: সাক্ষাতকারে ৭৮ ভাগই অনুপস্থিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে গুচ্ছ পরীক্ষায় উত্তীর্ণ ও ইবির প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাতকার শেষ হয়েছে।  তবে এই সাক্ষাতকারে শিক্ষার্থীদের শতকরা ৭৮ জনই অনুপস্থিত ছিল বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

ইবি সূত্র জানায়, সাক্ষাতকারে প্রথম মেধা তালিকায় ৩ ইউনিটের মোট ২০৯৫ আসনের মধ্যে ৪৬৯ জন শিক্ষার্থী অংশ নেন। যেখানে মোট আসনের ২৩ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ও ৭৭ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী অনুপস্থিত থাকেন। আগামী ১১ জানুয়ারির মধ্যে  তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

তবে প্রথম মেধা তালিকায় থাকা অনুপস্থিত শিক্ষার্থীরা পুনরায় সাক্ষাতকার ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিট সমন্ময়কারী।

‘এ’ ইউনিট সমন্ময়কারী সূত্রে জানা গেছে, ৪ ও ৫ জানুয়ারি সাক্ষাতকার শেষে ৬৪ জন শিক্ষার্থী অংশ নেন। ‘এ’ ইউনিটে মেধা তালিকায় মোট ৯৭৫ জন শিক্ষার্থীকে রাখা হয়। যেখানে ৯১১ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে।

‘সি’ ইউনিট সমন্ময়কারী অধ্যাপক ড আব্দুস সামাদ গণমাধ্যমে বলেন, ‘মেধা তালিকায় থেকেও যারা সাক্ষাতকারে উপস্থিত হয়নি তারা উপযুক্ত কারণসহ আমাদের কাছে লিখিত আবেদন করলে তাদের আবার সুযোগ দেওয়া হবে। '

‘অন্যদিকে,  ‘বি’ ইউনিটে দু’দিন সাক্ষাতকারে মোট ২৪৬ জন শিক্ষার্থী অংশ নেন। এই ইউনিটে মেধা তালিকায় মোট ৬৪৭ জন শিক্ষার্থীকে রাখা হয়। এখানেও ৪০১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

‘বি’ ইউনিট সমন্ময়কারী অধ্যাপক ড দেবাশীষ শর্মা জানান, ১০ জানুয়ারি আমরা আবার তাদের সাক্ষাতকার নেব। অনুপস্থিত শিক্ষার্থীরা ওইদিন সাক্ষাৎকারে উপস্থিত থেকে ভর্তির কার্যক্রম শেষ করতে পারবে।

এদিকে,  ‘সি’ ইউনিটে মোট ১৫৯ জন শিক্ষার্থী অংশ নেন। দুইদিনে ‘সি’ ইউনিটে দুইদিনে মেধা তালিকায় মোট ৪৪৩ জন শিক্ষার্থীকে রাখা হয়। ওখানেও ২৮৪ জন শিক্ষার্থী সাক্ষাতকারে উপস্থিত ছিল না।

‘সি’ ইউনিট সমন্ময়কারী অধ্যাপক ড রুহুল আমীন বলেন, আসছে ০৯ জানুয়ারি আমরা আবারও সাক্ষাৎকারের নোটিশ করেছি। ওইসময় তারা উপস্থিত হয়ে ভর্তি হতে পারবেন।

 

Link copied!