এইচএসসিতে কোন বোর্ডে জিপিএ-৫ কত?

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৬:৩২ পিএম

এইচএসসিতে কোন বোর্ডে জিপিএ-৫ কত?

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন। 

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী মেখ হাসিনা। এসময় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা দেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় অনলাইনে ফল পাওয়া যাবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। 

কোন বোর্ডে  জিপিএ কত:

প্রাপ্ত ফলাফলে রাজশাহীতে ৩২ হাজার ৮০০ জন, বরিশাল ৯ হাজার ৯৭১ জন, চট্টগ্রাম ১৩ হাজার ৭২০ জন, কুমিল্লাহ ১৪ হাজার ১৫৩ ও সিলেটে ৪ হাজার ৭৩১ জন, দিনাজপুরে ১৫ হাজার ৩৪৯ জন, যশোর ২০ হাজার ৮৭৮ জন জিপিএ-৫ পেয়েছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতিতে ২০২১ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল।

গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনি (এমসিকিউ) ও সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি ছিল না।

Link copied!